আগরতলায় দাবা আরবিটর তৈরির সেমিনার শুরু

আগরতলা : ত্রিপুরা চেস এসোসিয়েশনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় দুদিন ব্যাপী এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। সারা দেশ থেকে মোট ৪৪ জন দাবাড়ু এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। তাদেরকে দাবা খেলার বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছেন ফিডে লেকচারার স্বপ্লিল বানসোদ।

 

দুদিনব্যাপী এই সেমিনার শেষে আগামীকাল পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করা হবে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা জাতীয় আরবিটর হিসেবে স্বীকৃতি পাবেন এবং দাবা খেলার পরিচালনায় যুক্ত হবেন।

 

বর্তমানে ত্রিপুরায় দাবা খেলার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। রাজ্যে বর্তমানে আটজন আরবিটর রয়েছেন, যাদের মধ্যে দুজন মহিলা। চাহিদা অনুযায়ী আরবিটরের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এবার এই সেমিনারে ত্রিপুরা থেকে কুড়িজন অংশ নিচ্ছেন। দাবাড়ু মহলের মতে, নতুন আরবিটর তৈরি হলে রাজ্যে দাবা খেলার প্রসার আরও ত্বরান্বিত হবে

।

 

 

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল