আগরতলা : স্মার্ট সিটি প্রকল্পে রাজধানীর এমবিবি কলেজ সংলগ্ন লেইক টিকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। সংস্কার করে লেইক টিকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে। পাশাপাশি মানুষ যেন অবসর সময়ে সেখানে গিয়ে সময় কাটাতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার পুনরুজ্জীবিত এমবিবি কলেজ লেইকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই পুনরুজ্জীবিত এমবিবি কলেজ লেইকের উদ্বোধন করেন। পড়ে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রকৃতি, পরিবেশের মধ্যে সামঞ্জস্য রেখে প্রযুক্তি ব্যবহার করে এমবিবি কলেজ লেইকটিকে সাজিয়ে তোলা হয়েছে। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে গেছে। কিছুদিনের মধ্যে সেইটিও উদ্বোধন করা হবে। এডিবি-র সহযোগিতায় ত্রিপুরা আরবান এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আগরতলা উদয়পুর এবং ধর্মনগরে স্যাটেলাইট টাউন তৈরি করা হবে। তার জন্য এইবারের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। আগরতলা এবং উদয়পুরে ইতিমধ্যে জায়গা দেখা হয়ে গেছে। আগরতলা শহরের চারদিকে রিং রোড করা হচ্ছে। এতে আগরতলা শহরে যানজট অনেকটা কমবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। থমকে যাওয়া লাইট হাউসের কাজও পুনঃরায় শুরু হয়ে গেছে। সহসাই লাইট হাউস নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। ডেন্টাল কলেজের জন্য ডোনার মন্ত্রক থেকে প্রায় ২০৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। ডেন্টাল কলেজ চালু হয়ে গেছে। উন্নয়নের সাথে রাজনীতির কোন স্থান নেই। উন্নয়ন ছাড়া কোন কথা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান টারশিয়ারি চুক্ষু হাসপাতাল করা হবে আইএলএস হাসপাতাল সংলগ্ন স্থানে। সেখানে ১০০ টি শয্যা থাকবে। রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য যেন বাইরে যেতে না হয় সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। মনিপুরের সিজা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে মাল্টি স্পেশালিটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার সহ অন্যান্যরা।