মেরা বুথ সবসে মজবুত কর্মসূচীতে মোদীর কথা কার্যকর্তাদের সঙ্গে বসে শুনলেন প্রতিমা- রাজীব

আগরতলা : আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত হওয়া এবং বুথ সমৃদ্ধ হবে প্রধানমন্ত্রীর বক্তব্যে। মানুষকে সরকারি সুবিধা আরও বেশি করে কিভাবে দেওয়া যায় ,মানুষকে জাগ্রত করা যায় এর উপরে মার্গ দর্শন মিলেছে। প্রথম কোন রাষ্ট্র নায়ক যিনি দেশের মধ্যে সাধারণ কার্যকর্তাদের সম্বোধন করেছেন।প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর প্রতিক্রিয়ায় একথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মেরা বুথ সবসে মজবুত কর্মসূচীতে নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মঙ্গলবার যান আগরতলার চারিপাড়া স্কুলে। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অধীন এই বিদ্যালয়ে প্রতিমা ভৌমিকের সঙ্গে ছিলেন বিধায়ক বিধায়ক মিনা রানী সরকার সহ মণ্ডলের নেতৃত্ব। এদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রীর বক্তব্য দলীয় কার্যকর্তাদের সঙ্গে বসে শুনেন বনমালিপুর বিধানসভা কেন্দ্রের শিবনগর মডার্ন ক্লাবে বসে। সঙ্গে ছিলেন অন্যান্য কার্যকর্তারা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র