তৃতীয় ডিভিশন ফুটবলে এ গ্রুপে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো জম্পুইজলা প্লে সেন্টার

আগরতলা : তৃতীয় ডিভিশন ফুটবলে এ গ্রুপে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো জম্পুইজলা প্লে সেন্টার। মঙ্গলবার এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় আনন্দ ভবন ও জষ্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে ২-১ গোলের ব্যবধানে আনন্দ ভবনকে পরাজিত করে এ-গ্রুপে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসলো জষ্পুইজলা প্লে সেন্টার। এদিনের ম্যাচে মুখোমুখি হওয়া উভয় দলের সংগ্রহে রয়েছে নিজেদের ৩ ম্যাচে ১ টি ম্যাচ ড্র,১ টি ম্যাচ জয়ী ও ১ টি ম্যাচ পরাজিত হয়ে ৪ পয়েন্ট।

Related posts

Technology can revolutionize Journalism: CM

প্রযুক্তিকে ব্যবহার করে সাংবাদিকতায় বিরাট পরিবর্তন আনা সম্ভব: মুখ্যমন্ত্রী

প্রথমবারের মতো ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া সাংবাদিকদের সেমিনার