নতুন শিক্ষা নীতি অনুযায়ী কলেজের ছাত্র- ছাত্রীদের জন্য থাকবে গ্রেডের ব্যবস্থা জানালেন শিক্ষা সচিব

আগরতলা : সরকারি ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন শিক্ষা দপ্তরের সচিব ও অধিকর্তা। এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলনে সচিব শরদিন্দু চৌধুরী জানান, নতুন শিক্ষা নীতি অনুযায়ী চলতি শিক্ষা বর্ষ থেকে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজ গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। পড়ুয়ারা শংসাপত্র পেতে পারেন ৪ বছরের এই কোর্সের মধ্যে তিনটি পর্যায়ে । সচিব শরদিন্দু চৌধুরী জানান, পরিবর্তন হবে কলেজ গুলির আগের কাঠামো। তিনি জানান, কোন ছাত্র- ছাত্রী দুই বছর কোর্স করলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে ডিপ্লোমার। ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে ৩ বছর কোর্স সম্পন্ন করার পর। আর ৪ বছর পর যোগ্যতা সম্পন্ন মান দেওয়া হবে। তবে কোন পড়ুয়া এক বছর পরও সার্টিফিকেট নিতে পারবে। পরে সে অন্য কলেজে ভর্তি হতে পারবে এই সার্টিফিকেট দেখিয়ে। ভোকেশনাল এডুকেশন যুক্ত করা হয়েছে নয়া শিক্ষা নিতি অনুসারে শিক্ষার সাথে । যা কিনা আগে ছিল না। সচিব জানান, নতুন শিক্ষা নীতি অনুযায়ী থাকবে পড়ুয়াদের জন্য গ্রেডের ব্যবস্থাও। চলতি শিক্ষা বর্ষে কলেজ গুলিতে ভর্তির জন্য আবেদন পত্র জমা পরেছে ৪৯ হাজার ৬৬২ টি। ২০২২ সালে কলেজ গুলিতে ভর্তি হয়েছিল ২৬ হাজার ৫৩৩ জন। বিশ্ব বিদ্যালয়ে নাম নথিভুক্ত করার পর এই সংখ্যা কমে দাড়ায় ২৫ হাজার ১৫ জন। সাংবাদিক সম্মেলনে জানান উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা।

Related posts

প্রথমবারের মতো ত্রিপুরায় আসছেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল

Tripura CM celebrates BJP’s victory in Maharashtra polls

মহারাষ্ট্রে এনডিএ জোটের জয়ের আনন্দে মাতোয়ারা রাজ্যের বিজেপি কর্মী- সমর্থকরা