বিশ্বকাপে ভারতের খেলা কবে, কোথায়? প্রতিপক্ষ কারা দেখে নিন

নয়াদিল্লি : ভারতের মাটিতে এক দিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষিত হয়ে গেল। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারত প্রথম মাঠে নামবে ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফাইনাল ১৯ নভেম্বর।

 

গ্রুপ পর্বে ভারতের সময় সূচি :—

ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই

ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আমদাবাদ

ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুণে

ভারত বনাম নিউ জ়িল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ

ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু

 

এ বারের বিশ্বকাপে মোট ১২টি স্টেডিয়ামে হবে খেলা। গ্রুপ পর্বে ভারতের ন’টি খেলা আলাদা আলাদা স্টেডিয়ামে রাখা হয়েছে। তবে এখন দেখার বিষয় গ্রুপ লীগে কয়টি ম্যাচে জয় হাসিল করতে পারে ভারত।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা