আহতদের চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থাই সরকারি ভাবে হচ্ছে- মুখ্যমন্ত্রী

আগরতলা : কুমারঘাটের ঘটনায় আহতদের চিকিৎসার সমস্ত কিছু সরকারি ভাবেই হবে। জিবি হাসপাতালে বৃহস্পতিবার গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মন্তুদ ঘটনার খবর পেয়ে বুধবারই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। সমস্ত কিছু পর্যবেক্ষণ করেন গভীর রাত পর্যন্ত। বৃহস্পতিবার ফের জিবি হাসপাতালে আহতদের মধ্যে যারা ভর্তি তাদের দেখতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন হাসপাতালের মেডিক্যাল সুপার, ও বি সি কর্পোরেশনের চেয়ারম্যান সহ অন্যরা। মুখ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসক সহ আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী ফের জানান, চিকিৎসার কোন ত্রুটি থাকবে না। সেই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবকে। আর্থিক কোন সমস্যা হবে না আহতদের চিকিৎসার। সমস্ত ব্যবস্থা হবে সরকারি ভাবেই।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে