আগরতলা : তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় এ- গ্রুপে চ্যাম্পিয়নের আশা জিইয়ে রাখল আনন্দ ভবন। শুক্রবার রাজধানীর উমাকান্ত মাঠে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় এ-গ্রুপের ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয় বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব ও আনন্দ ভবন। গ্রুপ লিগে চ্যাষ্পিয়ন এর দৌড়ে টিকে থাকতে হলে এদিনের ম্যাচটি জয় ছাড়া দুই দলের কাছে কোনো বিকল্প ছিলো না। আর এই ম্যাচেই শেষ হাসি হাসল ওরিয়েন্টাল ক্লাব। ৩-২ গোলের ব্যবধানে পরাজিত ওরিয়েন্টাল ক্লাবকে হারিয়ে গ্রুপ চ্যাষ্পিয়নের আশা টিকিয়ে রাখলো আনন্দ ভবন ক্লাব। এ-গ্রুপে আনন্দ ভবন ৪ ম্যাচে ২ টি তে জয়, ১ টি ম্যাচ ড্র ও ১ টি ম্যাচ পরাজিত হয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে। অন্য দিকে ওরিয়েন্টাল ক্লাবের কাছে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ চ্যাষ্পিয়নের রাস্তাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ালো।