ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলে বি-গ্রুপে চ্যাষ্পিয়ন হয়ে ফাইন্যালে স্কাইলার্ক

আগরতলা : বি গ্রুপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে ফাইন্যাল খেলার ছাড়পত্র পেল স্কাইলার্ক। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় বি-গ্রুপে চ্যাষ্পিয়ন হয়ে আগামি বছর দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় জায়গা করে নিলো স্কাইলার্ক। এই গ্রুপে স্কাইলার্ক ক্লাব à§« ম্যাচে ৪ টি ম্যাচে জয় ও à§§ টি ম্যাচ ড্র করে à§§à§© পয়েন্ট নিয়ে গ্রুপ লিগে শীর্ষ স্থান দখল করে। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বি-গ্রুপের শেষ ম্যাচ মুখোমুখি হয় স্কাইলার্ক ক্লাব ও আমরা ক’জনা। ম্যাচে à§©-à§© গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। ম্যাচে স্কাইলার্ক এর হয়ে গোল à§© টি করে খেলার à§§à§§,à§§à§© ও ৫৪ মিনিটে যথাক্রমে গৌরাঙ্গ রিয়াং,পিলিমন রিয়াং ও দনসাং রিয়াং। অন্যদিকে আমরা ক’জনার হয়ে ম্যাচের ১২ ও à§§à§­ মিনিটে মানিক মলসুম দুটি গোল ও ৫২ মিনিটে লাললুয়াম কায়পিং à§§ টি গোল করে।

Related posts

অল ত্রিপুরা প্লেয়ারস ফোরামের তরফে পূর্ব আগরতলা থানায় মামলা রূপক দেবরায়ের বিরুদ্ধে

Tripura prioritizing sports development with major investments: CM

চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো সংহতি ক্লাব