৫ চোর সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা : রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। মাঝে মধ্যে পুলিসি অভিযানে উদ্ধার হচ্ছে চুরি যাওয়া সামগ্রী। আটক করা হচ্ছে চোরও। ফের পূর্ব আগরতলা থানা পুলিসের জালে ৫ চোর।তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, দুটি মোবাইল, একটি টিভি সহ বাইকের ইঞ্জিন ও কিছু রড উদ্ধার করা হয়।। পুলিস অভিযান চালিয়ে রাজীব কর্মকার নামে এক চোরকে আটক করে লেক চৌমুহনী এলাকা থেকে।ফের আরও একজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া যিনি সহ আরও এই চক্রের সদস্যদের সন্ধান পায় পুলিস। এর পর একে একে রাজধানী সহ আশপাশ এলাকা থেকে মোট ৫ জনকে জালে তুলতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিস।একথা জানান পশ্চিম জেলার পুলিস সুপার কিরণ কুমার কে।ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিস।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী