দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এনএসএস দিবসকে সামনে রেখে

DSC 0450

আগরতলা : জাতীয় সেবা প্রকল্প দিবস প্রতিবছর ২৪ সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় রাজ্যে। এন এস এসের বিভিন্ন ইউনিট কর্মসূচী নিয়ে থাকে। এবছরও হবে অনুষ্ঠান। জাতীয় সেবা প্রকল্প দিবসের আগের দিন সামাজিক কর্মসূচী এবছরও নিল মহিলা মহা বিদ্যালয়ের এন এস এস ইউনিট। তাদের দত্তক নেওয়া গ্রাম যোগেন্দ্রনগর ইন্দিরা কলোনিতে যান স্বেচ্ছাসেবকরা। সামনেই দুর্গা পূজা। তাই এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের তরফে। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার সহ অন্যরা। পুজার আগে বস্ত্র পেয়ে খুশি তারা।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব