নেশার বিরুদ্ধে লড়াইয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রীর

Picsart 23 07 02 15 56 26 490

আগরতলা : নেশার বিরুদ্ধে লড়াইয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার রাজধানীর জয়নগর যুব সমাজ ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির , রবীন্দ্র- নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ ক্লাবের কর্মকর্তারা। এদিনে রক্তদান উৎসবের পাশাপাশি পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের যুব সমাজের পুকুরের সৌন্দর্যায়ন এবং সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। অনুষ্ঠানে এলাকার প্রচুর লোকজন অন্সঘ নেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন বলেন, সমস্ত জায়গায় এখন দেখা যায় নেশার কবলে যুব সমাজ।সেই জায়গা থেকে বের করা খুব কঠিন। তিনি বলেন, উত্তর- পূর্বাঞ্চলের মধ্যে ড্রাগস বাজেয়াপ্ত্র ও ধ্বংস করার ক্ষেত্রে দ্বিতীয় ত্রিপুরা। নেশার কবলে পরে প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। আগরতলা শহরের প্রতিটি অলিগলিতে সাংঘাতিক ভাবে নেশার বাড়বাড়ন্ত। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Related posts

দেশের বর্তমান পরিস্থিতিতে আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের

কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর হামলার প্রতিবাদে আগরতলায় মিছিল

এনএসএস-র বিশেষ শিবিরে সূচনা রাজধানীর বিজয় কুমার উচ্চতর বালিকা বিদ্যালয়ে