মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সিপিআই-র

আগরতলা : অশান্ত মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করল সিপিআই। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। সেখানে এখন পর্যন্ত প্রায় দুইশত লোক মারা গেছে। অশান্ত মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়ে সারা দেশের সঙ্গে রবিবার রাজ্যেও সিপিআই অনুরূপ কর্মসূচী নেয়। এদিন দলের রাজ্য পরিষদের অফিসের সামনে কর্মসূচী পালন করা হয়।উপস্থিত ছিলেন সি পি আই রাজ্য পরিষদের সম্পাদক যুধিষ্ঠির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সুব্রত দেবনাথ, নারী নেত্রী তুলসি দাস কপালি সহ অন্যানরা। দাবি জানানো হয় মনিপুরে শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার যাতে পদক্ষেপ নেন।পাশাপাশি তারা আরও দাবি করেন বর্তমান মনিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের।

Related posts

যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা বটতলায়

রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন জায়গায় হয় কল্পতরু উৎসব