আগরতলা : টেট শিক্ষকদের চাকরিতে যোগদানের প্রথম দিন থেকে নিয়মিত বেতন ক্রম প্রদানের দাবি জানিয়ে আসছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অভিযোগ বর্তমান সরকারের কাছে এই দাবি জানিয়ে এলেও এখনও তা করা হচ্ছে না। ফলে আগের সরকারের মতো ৫ বছর তাদের স্থায়ী বেতনে থাকতেই হচ্ছে। এই অবস্থায় চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন ক্রম দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন। সোমবার ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিন এক প্রতিনিধি দল অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি রাজেশ দত্ত, সম্পাদক অজয় পাল, শঙ্কর দেবনাথ, সুরজিত দেবনাথ সহ অন্যরা। তাদের অভিযোগ যারা টেট- ওয়ান, টেট- টুতে নিযুক্ত হওয়ার পর পুনরায় এসটিজিটি, এসটিপিজিটি উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদান করার ৭ বছর অতিক্রান্ত হওয়ার পরেও স্কেল দেওয়া হচ্ছে না। তাই তাদের স্কেল প্রদান করা, যারা স্পেশাল বি এড নিয়ে চাকরিতে যোগদান করার পরে তারাও ৫ বছর পর স্কেল বঞ্চিত। তাই তাদের স্কেল দেওয়া , আসাম সহ বিভিন্ন রাজ্যের মতো ত্রিপুরার শিক্ষক- শিক্ষিকাদের ড্রেস কোডের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।