শিশুবিহার স্কুলে প্রাক্তনিদের তরফে বিতর্ক প্রতিযোগিতা

শিশুবিহার

আগরতলা : প্রাক্তনিদের উদ্যোগে এবছরও বিতর্ক প্রতিযোগিতা হয় শিশুবিহারে। প্রতিবছরের মত এবছরও শিশু বিহার এলামনি এসোসিয়েশন আয়োজিত বিপ্রলাপ্ত ৯.০ আয়োজিত হয়েছে আগরতলা রবীন্দ্র ভবন। এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল মানবতার কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতির ভয় করা উচিত। এতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,উচ্চ শিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র শর্মা সহ অন্যরা। বিতর্ক প্রতিযোগিতায় গোটা রাজ্যের ১৩ টি বিদ্যালয় এর ২৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন।প্রতিযোগিতায় দর্শকদের জন্যও ছিল কুইজ এবং বিতর্ক-র সুযোগ। উভয় বিভাগে কুড়িটি করে পুরস্কার দেওয়া হয়েছে দর্শকদের।এই বিতর্ক প্রতিযোগিতায় শুধুমাত্র আগরতলার স্কুল গুলোই নয় মহকুমার অনেক স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে।এ ধরনের শিক্ষামূলক পদক্ষেপ ছাড়াও শিশু বিহার এলামনি এসোসিয়েশন বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে বছরব্যাপী জড়িত থাকে। কিছুদিন আগেই শিশু বিহার এলামনি রক্তদান শিবিরের আয়োজন করেছে, তাছাড়া বিভিন্ন অনাথ আশ্রম এর সাহায্য প্রদান, রাজ্যের দুস্থ মেধাবী ছাত্রদের সহায়তা করে থাকে। অনুষ্ঠানে শিশু বিহার স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী অনুসূয়া ঘোষ-কে সংবর্ধিত করা হয়। ছোট্ট অনুসূয়া কিছুদিন আগেই তার চুল ক্যান্সার আক্রান্ত এক মহিলার জন্য দান করেছিল। ফু

Related posts

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস

১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে গণধর্না আই.পি.এফ.টি-র