আগরতলা : ছোট ছোট ছেলে-মেয়েদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে শান্তি পোস্টার প্রতিযোগিতা করা হয় প্রতিবছর। সারা বিশ্বের সঙ্গে লায়ন্স ক্লাবের উদ্যোগে আগরতলায়ও শান্তি পোস্টার প্রতিযোগিতা। এবছরও লায়ন্স ক্লাব আগরতলা পোস্টার প্রতিযোগিতা করে। লায়ন্স ক্লাব অব আগরতলায় হয় এই প্রতিযোগিতা। এতে ৫৭ জন ছোট ছোট ছেলে- মেয়ে অংশ নেন। প্রতিষ্ঠানের আগরতলার সভাপতি জানান, প্রতিযোগীদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হবে। তিনি জানান ধাপে ধাপে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় যাকে বাছাই করা হবে তাকে ৫ হাজার ইউ এস ডলার পুরস্কৃত করা হবে। একই সঙ্গে অভিভাবকদের আমেরিকায় যাওয়ার খরচও বহন করবে প্রতিষ্ঠান।