গান্ধীর জীবনীর উপর ফটো প্রদর্শনী গ্যালারির উদ্বোধন

আগরতলা : মহাত্মা গান্ধীর জন্মদিন সামনে রেখে সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও স্বচ্ছতাই সেবা কর্মসূচীর মাধ্যমে ১ ঘণ্টা শ্রমদান করা হয়।সোমবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক অনুষ্ঠানে একথা বলেন পরিবহণ দপ্তরের সচিব। ত্রিপুরায় মহাত্মা গান্ধীর জন্মদিনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরেও হয় অনুষ্ঠান। সোমবার বাপুজির জন্মজয়ন্তীতে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে মহাত্মা গান্ধীর জীবনীর উপর ফটো প্রদর্শনী গ্যালারির উদ্বোধন হয় এদিন।এর সূচনা করলেন পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনা, সহকারী জেনারেল ম্যানেজার সহ অন্যান্যরা। পাশাপাশি এইদিন মহারাজা বীর বীর বিক্রমের আর্ট করা ফটোর উদ্বোধন করলেন পরিবহণl সচিব।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল