গান্ধীর জীবনীর উপর ফটো প্রদর্শনী গ্যালারির উদ্বোধন

আগরতলা : মহাত্মা গান্ধীর জন্মদিন সামনে রেখে সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও স্বচ্ছতাই সেবা কর্মসূচীর মাধ্যমে ১ ঘণ্টা শ্রমদান করা হয়।সোমবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক অনুষ্ঠানে একথা বলেন পরিবহণ দপ্তরের সচিব। ত্রিপুরায় মহাত্মা গান্ধীর জন্মদিনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরেও হয় অনুষ্ঠান। সোমবার বাপুজির জন্মজয়ন্তীতে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে মহাত্মা গান্ধীর জীবনীর উপর ফটো প্রদর্শনী গ্যালারির উদ্বোধন হয় এদিন।এর সূচনা করলেন পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনা, সহকারী জেনারেল ম্যানেজার সহ অন্যান্যরা। পাশাপাশি এইদিন মহারাজা বীর বীর বিক্রমের আর্ট করা ফটোর উদ্বোধন করলেন পরিবহণl সচিব।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি