আগরতলা : শহরের রাস্তার উপরে আলোক সজ্জার জন্য বিভিন্ন ক্লাবের বাঁশের তৈরি গেট খুলে ফেলার নির্দেশ দিল পুর নিগম। মঙ্গলবারই দুটি ক্লাব খুলে নিয়েছে বাঁশের উঁচু গেট। দুর্গা পুজাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন ক্লাব রাস্তায় উঁচু উঁচু বাঁশের গেট তৈরি করে আলোক সজ্জার জন্য। প্রতিবছরই কিছু ক্লাব গেট তৈরি করে আলোকমালায় সাজিয়ে তুলেন। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু এসবে হতে পারে সমস্যা তৈরি। এনিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে।অবশেষে নড়েচড়ে বসে আগরতলা পুর নিগম। মঙ্গলবার পুর নিগমের আধিকারিকরা রাজধানীর দুটি ক্লাবের এধরণের গেট খুলে ফেলার নির্দেশ দেন। ক্লাব কর্তৃপক্ষ না খুললে পুর নিগম ব্যবস্থা নেবে। আধিকারিক জানান, খতিয়ে দেখা হচ্ছে আরও কোথাও এ ধরণের গেট তোলা হয়েছে কিনা আলোকসজ্জার জন্য।
খোলা হচ্ছে আলোক সজ্জার বাঁশের গেট
538
previous post