রহস্যজনক মৃত্যু নাবালিকা বধূর

আগরতলা : ভালোবাসা। এর পর সামাজিকভাবে বিয়ে। বিয়ের ৫-৬ মাসের মধ্যেই জীবনদ্বীপ নিভে গেল শিলু ঋষি দাস নামে বধূর। ঘটনা জানিয়ে থানায় মামলা করবেন বলে জানান মৃত বধূর বোন। শ্রীনগর থানাধিন আনন্দনগর এলাকার অরুপ ঋষিদাসের সঙ্গে রাজধানীর ভাটি অভয়নগরের শিলু ঋষিদাসের ভালোবাসার সম্পর্ক ছিল। দুয়েকবার তারা বাড়ি থেকে পালিয়েও যায়। পরে দুই বাড়ি মিলে সামাজিক ভাবে বিয়ে দেন। তাও মাত্র ৫-৬ মাস আগে। অভিযোগ এরই মধ্যে সংসারে অশান্তি শুরু হয়। অভিযোগ বধূর উপরে নির্যাতন চালাত শশুরবাড়ির লোকজন। এনিয়ে বৈঠকে মীমাংসাও হয়। মঙ্গলবার নিজের বোনকে ফোন করে শিলু জানায় তাঁর মৃত্যু হলে দায়ী থাকবে শশুর বাড়ির লোকজন। এরই মধ্যে বুধবার শিলুর এক বোনের কাছে খবর যায় মৃত্যু হয়েছে শিলুর। জিবিতে রয়েছে দেহ। সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন হাসপাতালে। কান্নায় ভেঙে পড়েন।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে