173
আগরতলা : বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর তথ্যে প্রকাশ রাজ্যে টেট ওয়ান ও টেট –টু শুন্যপদ অনেক রয়েছে। এতে স্পষ্ট রাজ্যে বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে। ২০২২ সালে টেট ওয়ান ও টেট টু উত্তিরনের সংখ্যা মাত্র সাড়ে তিনশোর মতো। এই অবস্থায় ২০২২ সালের উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগের দাবি ফের জানালেন চাকরি প্রত্যাশীরা। বুধবার তারা দেখা করেন বুনিয়াদি শিক্ষা অধিকর্তার সঙ্গে তুলে ধরেন নিজেদের দাবি। পরে এক টেট উত্তীর্ণ বেকার জানান, অধিকর্তা তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারা আশাবাদী সরকার তাদের একসঙ্গে নিয়োগের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।