দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

আগরতলা : সামনেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। এই উৎসবে সকলেই চান নতুন পোশাক পরে পুজার আনন্দে মেতে উঠতে। কিন্তু অভাবী- দুঃস্থ পরিবারের সকলের পক্ষে তা হ্যেও উঠে না। তাই দুঃস্থ পরিবারের ছেলে-মেয়ে- মহিলারা যাতে পুজার আনন্দে নতুন জামা কাপড় পরে পুজার আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য প্রতিবছর এগিয়ে আসে রাজধানীর কের চৌমুহনী শিব কালী মন্দির। এবছরও কের চৌমুহনী শিব কালী মন্দির কমিটি দুর্গা পুজাকে সামনে রেখে শনিবার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে। শনিবার মন্দির প্রাঙ্গণে হয় বস্ত্র বিতরণ। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজা, মন্দির কমিটির কর্মকর্তা তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী,দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ অন্যরা। অতিথিরা এদিন প্রায় মহিলাদের হাতে বস্ত্র তুলে ধরেন। এদিন প্রায় দুই শতাধিক বস্ত্র বিলি করা হয়।

 

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে