সম্পদ কর, উচ্ছেদ অভিযানের প্রতিবাদ কংগ্রেসের

আগরতলা : সম্প্রতি আগরতলা পুর নিগম ব্যাপকভাবে সম্পদ কর বৃদ্ধি করেছে বলে অভিযোগ। শুধু কর বৃদ্ধি করাই নয়, পুজার প্রাক মুহূর্তে শর সুন্দরের নামে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের নামে লুটতরাজ চালিয়েছে বলেও অভিযোগ। এসবের প্রতিবাদ জানিয়েছে আগেই বিরোধী রাজনৈতিক দল গুলি। সিপিএম রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছে। শনিবার শহরে বিক্ষোভ মিছিল করে সদর জেলা কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর জেলা কংগ্রেসের ব্যানারে এই মিছিল। উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা। মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিনের কর্ণধাররা মুখে যা বলছেন কাজ করছেন তার উল্টো।

 

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে