আগরতলা : বালক-বালিকারা আগামিদিনের ভবিষ্যৎ। তাদেরকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন। তারাই রাষ্ট্র নির্মাণ করবেন। তাদের সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন। এজন্যই কেন্দ্রের সরকার রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠান করা হয়। জন্মগগত ভাবে যেসব শিশু-কিশোরকিশোরীদের বধিরতা সহ বিভিন্ন সমস্যা যাদের আছে তাদের চিকিৎসা করানোর জন্য এই কর্মসূচী পালন করা হয়। সোমবার শহর লাগোয়া গজারিয়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এদিন আশারামপাড়া শহুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ফলো আপ/সার্জারি সম্পন্ন স্ক্রীনিং হওয়া শিশুদের নিয়ে সচেতনতা শিবির হয়। কগজারিয়া কমিউনিটি হলে এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,নিগমের কর্পোরেটর বাপি দাস, স্বাস্থ্যকেন্দ্র ইনচার্জ সহ অন্যরা।রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম অনুষ্ঠানে এলাকারলোকজন ছাড়াও আশাকর্মীরা অংশ নেন।