অষ্টমীতে দুর্গা বাড়িতে ব্যাপক ভক্ত সমাগম

আগরতলা : ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে অষ্টমী পূজা সম্পন্ন হল নিয়ম নিষ্ঠার সঙ্গেই। রবিবার সকাল থেকেই শুরু হয় প্রথা মেনে দুর্গাবাড়িতে পূজা। এদিনই হয় সন্ধি পূজাও।সম্পূর্ণ নিয়ম মেনে হয়ে থাকে আগরতলা দুর্গা বাড়ির পূজা। এদিন অঞ্জলি নিতে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন দুর্গা বাড়িতে। ছোট- বড় প্রচুর ভক্ত সমাগম ঘটে এদিন সকালে। স্নান করে নতুন জামাকাপড় পড়ে বিভিন্ন বয়সের লোকজন আসেন মায়ের মন্দিরে। ভক্তদের মধ্যে প্রানের উৎসবকে ঘিরে ছিল ব্যাপক উচ্ছ্বাস। সোমবার নবমীতেও রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গা বাড়িতে হবে নিয়ম মেনে পূজা। প্রতিদিন সকাল থেকে রাজধানী সহ আশাপাশ এলাকার লোকজন ভিড় করেন মায়ের মন্দিরে।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস