ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা কংগ্রেসের

আগরতলা : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় রাজ্যেও। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জেলা- ব্লক স্তরে পালন করে।ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ।তিনি ছিলেন ভারতের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা হিসেবে ভারতীয় রাজনীতিতে কেন্দ্রীয় ব্যক্তিত্ব। গান্ধী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা। ১৯৮৪ সালের এদিনে প্রয়াত হন।মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে শ্রধা জানানো হয় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। সেখানে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায় ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এর পর প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান নেতৃত্ব। উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যরা। সেক্লহান থেকে তারা গান্ধী ঘাতেও গিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিনের কর্মসূচীতে প্রচুর কংগ্রেস কর্মী- সমর্থক অংশ নেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল