এসইউসিআই-র বিক্ষোভ সভা

আগরতলা : গাজা ভূখণ্ডে প্যালেস্তাইনের নিরীহ মানুষকে বর্বরোচিত ভাবে হত্যা করছে জিওনিস্ট ইজরায়েল।বোমা বর্ষণ করে হাজার হাজার শিশু, নারী, বৃদ্ধ, যুবককে হত্যা করা হচ্ছে। এই আক্রমণের প্রতিবাদে বুধবার দেশব্যাপী প্রতিবাদ, যুদ্ধ বন্ধের দাবিতে এস ইউ সি  আই কর্মসূচী গ্রহণ করে। এদিন বিকেলে দলের তরফে আগরতলায়ও হয় বিক্ষোভ কর্মসূচী। ওরিয়েন্ট চৌমুহনীতে দলের নেতা-কর্মীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সভায় শামিল হয়।উপস্থিত ছিলেন এসইউসিআই-র রাজ্য সম্পাদক অরুন ভৌমিক সহ অন্যরা। এদিন বিক্ষোভ সভা থেকে আওয়াজ উঠে অবিলম্বে গাজা ভূখণ্ডে গণহত্যা, যুদ্ধ বন্ধ করা, সাম্রাজ্যবাদের শিরোমণি আমেরিকা ইজরায়েলকে মদত দেওয়া বন্ধ করা, ভারত সরকার দেশের সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য রক্ষা করে স্বাধীনতাকামী প্যালেস্তাইনের জনগণের পাশে দাঁড়ানোর আওয়াজ উঠে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি

দক্ষিণ জয়নগরে নড়বড়ে সেতুর স্থানে নতুন বেইলি ব্রিজ – জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ