উমাকান্ত মাঠে ১ জুলাই থেকে অনুশীলন করে যাচ্ছেন মৌচাকের ফুটবলাররা

আগরতলা : স্থানীয় ফুটবলার নিয়ে গঠন মৌচাক ক্লাবের টিম ভালো খেলা উপহার দিতে পারবে বলে আশাবাদী কোচ। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ৫ জুলাই থেকে। এই আসরে মোট ৮ টি দল অংশ নেবে। প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী ক্লাব নিজেদের মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ১ জুলাই থেকে অনুশীলনে ব্যস্ত মৌচাক ক্লাব।মঙ্গলবারও উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় মৌচাক ক্লাবের ফুটবলা দের। কোচ সুজিত ঘোষের তত্ত্বাবধানে ফুটবলাররা অনুশীলন করছেন। ফুটবলাররা ভালো খেলা উপহার দেবে বলে আশাবাদী কোচ।

Related posts

সুপার ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন ব্লাড মাউথ রানার্স সংহতি ক্লাব

১৪ তম ফেডারেশন কাপে স্বর্ণপদক রাজ্যের মেয়ে রীতা নাগের

ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল অস্মিতা সিটি লীগের