উমাকান্ত মাঠে ১ জুলাই থেকে অনুশীলন করে যাচ্ছেন মৌচাকের ফুটবলাররা

আগরতলা : স্থানীয় ফুটবলার নিয়ে গঠন মৌচাক ক্লাবের টিম ভালো খেলা উপহার দিতে পারবে বলে আশাবাদী কোচ। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ৫ জুলাই থেকে। এই আসরে মোট ৮ টি দল অংশ নেবে। প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী ক্লাব নিজেদের মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ১ জুলাই থেকে অনুশীলনে ব্যস্ত মৌচাক ক্লাব।মঙ্গলবারও উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় মৌচাক ক্লাবের ফুটবলা দের। কোচ সুজিত ঘোষের তত্ত্বাবধানে ফুটবলাররা অনুশীলন করছেন। ফুটবলাররা ভালো খেলা উপহার দেবে বলে আশাবাদী কোচ।

Related posts

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

অল ত্রিপুরা প্লেয়ারস ফোরামের তরফে পূর্ব আগরতলা থানায় মামলা রূপক দেবরায়ের বিরুদ্ধে

Tripura prioritizing sports development with major investments: CM