৫ বাম দলের মিছিল শহরে

আগরতলা : প্যালেস্তাইনের গাজায় লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। শিশু- মহিলা সহ বহু মানুষের প্রান গেছে ইতি মধ্যে। এক প্রকার বিধস্ত গাজা ভূখণ্ড। অভিযোগ মার্কিন মদতপুষ্ট ইজরায়েল হামলা চালিয়েছে। অবিলম্বে প্যালেস্তাইনের গাজায় গণহত্যা বন্ধ করার দাবি জানিয়ে ত্রিপুরায়ও পথে নামল ৫ বামপন্থী দল। দেশব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে ত্রিপুরায় এই কর্মসূচী। বৃহস্পতিবার পাচ বামপন্থী দল সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আর এস পি ও সিপিআই এম এল মিলে যৌথভাবে এদিন আগরতলা শহরে মিছিল ও পথসভা করে। এদিন মেলারমাঠ থেকে বের কর্মী- সমর্থকদের মিছিল।এদিন মিছিলে হাঁটেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্রন মন্ত্রী মানিক দে, ভানু লাল সাহা, রতন ভৌমিক, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ শরিক দলের নেতৃত্ব। শহরের বিভিন্ন এলাকা ঘুরে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে হয় সভা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব আলোচনা করেন। মানিক সরকার বলেন গাজায় হামলা বন্ধের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্র,ইজরায়েলের ভেতরেও মানুষ সোচ্চার। ভারত সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন মানিক বাবু।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি