দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দিনেন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনিরা

আগরতলা : সামাজিক কাজ করে যাচ্ছে রাজধানীর মহিলা মহা বিদ্যালয়ের প্রাক্তনিদের সংগঠন। প্রতিবছর দুর্গা পূজার প্রাক- মুহূর্তে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করে থাকে ওমেন্স কলেজ এলামণি এসোসিয়েশন এবছর পরীক্ষা সহ বিভিন্ন কারণে তাদের পক্ষে দুর্গা পূজার সময়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করা সম্ভব হয়ে উঠেনি। তাই আলোর উৎসব দীপাবলির আগে এই সামাজিক কাজ করলেন সংগঠনের সদস্যারা। শুক্রবার কলেজের প্রাক্তনি সংগঠনের সদস্যারা লক্ষীনারায়ণ বাড়ির সামনে থাকা দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সম্পাদিকা তাপসী রায় সহ অন্যরা। তাদের এ ধরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং অন্যদের অনুপ্রেরণা যোগায়।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি