আই জি এম হাসপাতাল পরিদর্শনে গিয়ে অসন্তোষ স্বাস্থ্য অধিকর্তার

আগরতলা : রাজ্যের অন্যতম হাসপাতাল আই জি এমের পরিচালনা নিয়ে ক্ষোভ জানালেন স্বাস্থ্য দপ্তরের সচিব সুপ্রিয় মল্লিক। অধিকর্তার উঠে আসে রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসক সঙ্কটের কথা। রবিবার কালী পুজ্র দিন আই জি এম হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক। সঙ্গে ছিলেন অন্যান্য এম এস সহ অন্যরা।হাসপাতালের সমস্ত কিছু খতিয়ে দেখেন অধিকর্তা। পরিদর্শনে স্বাস্থ্য অধিকর্তা যে খুশি নন তা স্পট হয়ে যায় এদিন। তিনি আই জি এম হাসপাতালের ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলেন। স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক এদিন জানান বিশেষজ্ঞ চিকিৎসক সহ রাজ্যে দপ্তরের অধীনে ১০৪০ জন চিকিৎসক রয়েছেন।কিন্তু বর্তমানে ৬০০ জন চিকিৎসক দিয়ে চালাতে হচ্ছে। তিনি বলেন চিকিৎসকের বিশেষ সংকট চলছে। কোন স্বাস্থ্য কেন্দ্রেই ঠিক ভাবে মেডিক্যাল অফিসার দেওয়া যাচ্ছে না। গোঁজামিল দিয়ে চালানো হচ্ছে। তবে অধিকর্তা জানান আই জি এমে চিকিৎসক থাকলেও ম্যানেজমেন্ট ঠিক ভাবে হচ্ছে না। সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন। তবে মেডিক্যাল অফিসার বর্তমানে যা রয়েছে তা দিয়েই চলতে হবে। পাশাপাশি এদিন তিনি বলেন, আরও ৩০০-র মতো চিকিৎসক নিয়োগের পরিকল্পনা চলছে। এর মধ্যে ২২৬ জন নিয়োগ প্রক্রিয়া চলছে। এগুলি হয়ে গেলে ঘাটতি মেটানো যাবে বলে তিনি জানান। অন্যদিকে আই জি এম হাসপাতালের বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার ভুমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। কারণ নিরাপত্তা রক্ষিরদের বিরুদ্ধেও রোগী ও পরিজনদের তরফে অভিযোগ উঠে আসছে। তিনি জানান দুইজন ওয়ার্ড মাস্টার ঠিক ভাবে নজরদারি চালাচ্ছেন না।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM