রক্তদাতাদের উৎসাহ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক

আগরতলা : সমাজতন্ত্রের কোন বিকল্প নেই। পুঁজিবাদ সাম্রাজ্যবাদ মানুষের জীবনের কোন মৌলিক সমস্যার সমাধান দিতে পারছে না, দিতে পারবে না। এরা শুধু যুদ্ধ, শোষণ, লুন্টন বুঝে। বিকল্প সমাজতন্ত্র। কারণ এতে শ্রেণী, শোষণ, জাতপাত-ধর্ম-বর্ণ নেই। যেটার জন্য বামপন্থীরা ভারতবর্ষে লড়াই করছে। শুক্রবার সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল অফিসে রক্তদান শিবিরে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার। ১০৭ তম মহান নভেম্বর বিপ্লবের বর্ষকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী রাজ্যেও নেওয়া হয়। সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন আগরতলা ধলেশ্বর অঞ্চল অফিসে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, অঞ্চল সম্পাদক সঞ্জয় সাহা সহ অন্যরা। শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Error: Contact form not found.

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন