বছর বাঁচাও পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৫ জুলাই থেকে

আগরতলা : মধ্যশিক্ষা পর্ষদের বছর বাঁচাও পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্র- ছাত্রীরা আবেদন করতে পারবেন ৫ জুলাই থেকে। তা চলবে ১০ জুলাই পর্যন্ত।যারা মূলত দুটি কিংবা তিনটি বিষয়ে ফেল করেছে তারাই এতে বসার আবেদন করতে পারবেন। বছর বাঁচাও পরীক্ষা নেওয়া হতে পারে আগস্টের শেষে নয়তো সেপ্টেম্বরে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে একথা জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা। তিনি জানান, উত্তর পত্র পুনঃ মূল্যায়ন, সেলফ ইন্সপেকশন, বছর বাঁচাও পরীক্ষা এবং সিলেবাস দেওয়ার মতো চারটি কাজ চলছে এখন পর্ষদের। ইতি মধ্যে নবম, দশম ও দ্বাদশের সিলেবাস পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। একাদশ শ্রেণীর সিলেবাস আগামী দুই দিনের মধ্যে আপলোড করা হবে। পর্ষদ সভাপতি ডা ভবতোশ সাহা আরও জানান সিলেবাস তৈরি করতে ১০০ জন শিক্ষকের সাহায্য নেওয়া হয়েছে। উত্তর পত্র পুনঃ মূল্যায়নের জন্য ২০ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। ৩০ জুন নির্ধারণ করে দেওয়া হয় সেলফ ইন্সপেকশনের জন্য ।এদিকে বছর বাঁচাও পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের আবেদন পত্র ১৭ জুলাইয়ের মধ্যে বিদ্যালয় থেকে তা জমা দেওয়া হবে পর্ষদে।উত্তর পত্র পুনঃমূল্যায়নের কাজ ৫ জুলাই থেকে শুরু হবে। ফলাফল প্রকাশের তারিখ ধার্য করা হয়েছে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি

দক্ষিণ জয়নগরে নড়বড়ে সেতুর স্থানে নতুন বেইলি ব্রিজ – জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ