বিজেপি যুব মোর্চার সদর শহর জেলার কার্যকারিণী বৈঠক আগরতলায়

আগরতলা : সম্প্রতি প্রদেশ বিজেপি যুব মোর্চার কার্যকারিণী বৈঠক ও মণ্ডল স্ব-শক্তিকরণ অভিযান সম্পন্ন হয়েছে আগরতলায়। সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় চলতি মাসের ৩০ তারিখের মধ্যে সংগঠনের জেলা স্তরের অভিযান শেষ করার। সেই মোতাবেক লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যুব সংগঠনও ময়দানে নেমে পড়েছে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৎপর। বুধবার ভারতীয় জনতা যুব মোর্চা সদর শহর জেলার কার্যকরণী বৈঠক ও মন্ডল স্বশত্তীকরণ অভিযান সম্পন্ন হয়। এদিন হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে হয় অনুষ্ঠান। বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্য ,বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চা সদর শহর জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যরা। পর্যায়ক্রমে অন্য জেলায়ও হবে এই কর্মসূচী।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের