২৮ নভেম্বর রাজভবন অভিযান সংযুক্ত কিষান মোর্চা ও ট্রেড ইউনিয়নের

আগরতলা : মোদি সরকারের কৃষকদের প্রতি বিশ্বাসঘাতকতার জবাব দিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষান মোর্চা আবার বৃহৎ আন্দোলনে যাচ্ছে।তার প্রাথমিক পদক্ষেপ মোদি সরকারের কথার খেলাপের তিন বছরে পূর্ণ দিবস হিসেবে ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিন ২১ দফা দাবি নিয়ে দেশের প্রত্যেকটি রাজ্যের রাজভবন ঘেরাও করে রাখার কর্মসূচী নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা।সাথে রয়েছে বিভিন্ন শ্রম সংগঠন।বুধবার আগরতলার কৃষক ভবনে এক সাংবাদিক সম্মেলনে সংযুক্ত কিষান মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর এই ঘোষণা দেন।রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করে রাজ্য সংযুক্ত কিষান মোর্চার আহ্বায়ক পবিত্র কর বলেন আমাদের রাজ্যের গণতন্ত্রহীন পরিস্থিতি বিবেচনায় শুধু আগরতলায় ২১ দফা দাবি নিয়ে ২৮ তারিখ রাজভবন অভিযান হবে।সমস্ত প্রস্তুতি সমাপ্ত।আর ২৬ ও ২৭ নভেম্বর প্রত্যেক মহকুমায় বিক্ষোভ দেখানো হবে।রাজ্য সি আই টি ইউর সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত বলেন কর্পোরেট স্বার্থ রক্ষাকারী মোদি সরকার কৃষক শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এই সরকারকে দেশবিরোধী সরকার বলে অভিহিত করে শঙ্কর দত্ত ২১ দফা দাবি গুলো জানিয়ে দেন। তাদের দাবির মধ্যে রয়েছে ন্যুনতম সহায়ক মূল্য প্রদান সহ সংযুক্ত কিষান মোর্চা আগের সমস্ত দাবি সহ শ্রম কোড বাতিল করা,দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ,কোভিডের সময়ে চালু রেলের ভাড়ায় যে ছাড় দেওয়া হয়েছিল সেগুলো আবার চালু করা,খাদ্য সুরক্ষাবিধি ও বনাধিকার আইনচালু করা।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের