কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তগা দাগলেন বাম শিক্ষক নেতৃত্ব

IMG 20231124 WA0210

আগরতলা : কেন্দ্র সরকার ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে না নিয়ে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সর্বতোভাবে অর্থনৈতিক,শিক্ষা,কৃষি নীতি সমস্ত দিক দিয়ে ব্যর্থ এই সরকার। বর্তমান সরকারের সময় আক্রান্ত সংবিধান।ধর্মীয় উন্মাদনা নিয়ে ভারতবর্ষকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভারতের সংবিধান পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক বক্তব্য নেই বিভিন্ন প্রলোভন দেওয়া হচ্ছে মোদী সরকারের তরফে। শুক্রবার ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড এর রাজ্য সম্মেলন নিয়ে কথা বলতে গিয়ে এই অভিযোগ করলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকান্ত ব্যানার্জি।২৫ নভেম্বর আগরতলা টাউন হলে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। দুই দিন ব্যাপী ৭ম এি-বার্ষিক রাজ্য সম্মেলন ৬ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। ২৩টি মহকুমা কমিটিগুলি শিক্ষক প্রতিনিধিরা অংশ নেবেন। উপস্থিত থাকবেন এসটিএফআই এর সহ-সাধারণ সম্পাদক সুকুমার পাইন।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়