পাঁচ বছরে সৌভাগ্য যোজনায় ১ লাখ ৩৬ হাজার ২৩২ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে-রতন

আগরতলা : পাওয়ার ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ ত্রিপুরার রাজ্য সম্মেলন শেষ হয় শনিবার। এদিনই আগরতলা সুকান্ত একাডেমীতে দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনের সূচনা করেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে স্বয়ম্ভরতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ রপ্তানি এবং সার্বিকভাবে বিদ্যুৎক্ষেত্রে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাওয়ার ইঞ্জিনিয়ার্স আ্যসোশিয়েশন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।রাজ্য বিদ্যুৎ নিগমের সর্ববৃহৎ প্রকৌশলীদের সংগঠন ‘পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশন ত্রিপুরা’ –র রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা অংশ নেন।মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন , ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সম্পাদক নীলরতন সরকার,পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যরা।সম্মেলনে আলোচনা করতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি তথ্য দিয়ে জানান বর্তমান বিজেপি জোট সরকারের সাড়ে পাঁচ বছরে বিদ্যুতের কি কি উন্নয়ন ঘটানো হয়েছে। মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে সৌভাগ্য যোজনায় ১ লাখ ৩৬ হাজার ২৩২ পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ইতিবাচক ভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ক্ষেত্রে প্রচেষ্টা চলছে। ১৭ টি ট্রেন চলছে।

Related posts

ফের দূরপাল্লার ট্রেন থেকে বিপুল নেশাসামগ্রী উদ্ধার

রক্তদান এখন রাজ্যে সামাজিক আন্দোলনের রূপ পাচ্ছে

সিপিএম সদর মহকুমা কমিটির দুই দিনের সম্মেলন শুরু