আগরতলা : সাড়ম্বরে পালিত হচ্ছে রাজধানীর ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ি রোড স্থিত সত্যনারায়ণ সেবা মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব।মন্দির প্রতিষ্ঠার পরে রাস পূর্ণিমা পূর্ণ তিথিতে বিশেষ পূজা-অর্চনা আয়োজন করা হয়ে থাকে। এবছর মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই দিন ব্যাপী উৎসব শুরু হয়েছে রবিবার বিকেলে। রবিবার সকালে তাই উদ্যোক্তাদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, প্রথম দিন বিকেলে বেদবাণী পাঠ এর পরে হবে সত্য নারায়ণ।আর দ্বিতীয় দিনে সকালে মঙ্গল আরতি দিয়ে শুরু কর্মসূচী। দুপুরে হবে অন্নভোগ। এর পরেও থাকবে বিভিন্ন পূজার্চনা।