আগরতলা : প্ল্যাকার্ড নিয়ে এবার মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগের আবেদন অগ্নি নির্বাপক দপ্তরের ইন্টার্ভিউ দেওয়া চাকরি প্রত্যাশীদের। ২০২২ সালে অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা বিভাগে ফায়ারম্যান ও গাড়ি চালকের শুন্যপদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। এর পরে রাজ্যের আট জেলায় শারীরিক পরীক্ষা নেওয়া হয় বেকারদের কাছ থেকে। চলতি বছরের জানুয়ারি হয় লিখিত পরীক্ষা। অভিযোগ ১১ মাস হতে চললেও এখনও ভাইভা শেষ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণরা দুই বার অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার অফিসে গিয়েও সুরাহা পায়নি। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে সুযোগ পাননি। এতে হতাশ বেকাররা। তারা চাইছেন দপ্তরের শুন্যপদ পূরণে দ্রুত নিয়োগ করার। রবিবার চাকরি প্রত্যাশীরা প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর সিটি সেন্টারের সামনে আসেন এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান চলতি বছরেই ভাইভা নিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার।ফায়ারম্যানের ৩০৪ টি ও গাড়ি চালকের ২৫ টি পদের জন্য ইন্টার্ভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল। যা কিনা বর্তমানে থমকে।