বুদ্ধ গুপ্ত স্মৃতি টুর্নামেন্ট ১৫ ডিসেম্বর

আগরতলা : প্রয়াত চিত্র সাংবাদিক বুদ্ধ গুপ্তের স্মরণে প্রতিবছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকে স্যন্দন পত্রিকা। এবছর ১২ তম এই টুর্নামেন্ট। মূলত বছরে একটি দিন সাংবাদিকদের বিনোদনের জন্য এই টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান পত্রিকার দুই ডিরেক্টর অভিষেক দে, অরিন্দম দে, সিনিয়র সাংবাদিক অরিন্দম ভট্টাচার্য ও ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী।তারা জানান ১৫ ডিসেম্বর হবে একদিনের ক্রিকেট টুর্নামেন্ট এম বি বি-র উপরের মাঠে। বাইরের কোন খেলোয়াড় যাতে খেলানো না হয় সেই আহ্বান ফের এদিন রাখেন আয়োজকরা। তারা আরও জানান এবছর ক্রীড়া সাংবাদিক হিসেবে সংবর্ধনা দেওয়া হবে উৎপল ভট্টাচাৰ্য ও দীপক দে-কে।এছাড়া এই বছর থেকেই শুরু করা হচ্ছে একজন চিত্র সাংবাদিককে সংবর্ধনা দেওয়া। প্রথম বছর এই সংবর্ধনা পাচ্ছেন সিনিয়র চিত্র সাংবাদিক সুখেন শর্মা।

Related posts

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

Technology can revolutionize Journalism: CM

প্রযুক্তিকে ব্যবহার করে সাংবাদিকতায় বিরাট পরিবর্তন আনা সম্ভব: মুখ্যমন্ত্রী