রোটারি ইন্টারন্যাশানাল এর “ডিস্ট্রিক্ট লিটারেসি সেমিনার” হবে আগরতলায়

আগরতলা : চলতি মাসের ১০ ডিসেম্বর আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে হতে যাচ্ছে রোটারি ইন্টারন্যাশানাল এর “ডিস্ট্রিক্ট লিটারেসি সেমিনার”। এর পরিচালনায় থাকছে রোটারি ক্লাব অব আগরতলা সিটি। সারা বিশ্বে সাক্ষরতা নিয়ে, নিরক্ষরতা দূরীকরণে রোটারি ইন্টারন্যাশানালও কাজ করে থাকে।তারই অঙ্গ হিসেবে প্রতি বছর রোটারি জেলা- ৩২৪০ এর অন্তর্গত শতাধিক রোটারি ক্লাবকে নিয়ে অন্তত দুটি বা তিনটি এ ধরণের লিটারেসি সচেতনতা সেমিনার সংগঠিত করে থাকে। এ বছর এই সেমিনারটি ১০ ডিসেম্বর আগরতলার মুক্তধারা হলে হবে।শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান রোটারি ক্লাব অব আগরতলার কর্মকর্তারা। এই অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশানাল এর বিশিষ্ট বক্তারা ছাড়াও রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকরা এবং সংশ্লিষ্ট শিক্ষক-ছাত্র ড্রপআউট সেন্টার এর সংগে যুক্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা এই সেমিনারে তাদের অভিজ্ঞাতার কথা তুলে ধরবেন। উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট গভর্নর নীলেশ কুমার আগরওয়াল, শিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্ৰ শৰ্মা, ডিস্ট্রিক্ট লিটারেসি চেয়ারম্যান পার্থপ্রতিম ফুকন, এসিস্টেন্ট গভর্নর নির্মল কুমার সিংঘ সহ অন্যরা। উত্তর পূর্বের আটটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ থেকে এই সেমিনারে যোগদান করতে দেড় শতাধিক রোটারিয়ান আগরতলায় আসবেন।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়