সহরে বিজয় মিছিল শেষে চা-পকোড়া খেলেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা

আগরতলা : শহরে বিজয় মিছিল শেষে চা-পকোড়া খেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্তিশগড়ে বিজেপির জয়ে আগরতলায় বিজয় উল্লাস ভারতীয় জনতা পার্টির কর্মী- সমর্থকদের। রবিবার বিকেলে রাজধানীতে বের হয় সাড়া জাগানো বিজয় মিছিল। কয়েক শত নারী-পুরুষ,যুবক-যুবতী এতে শামিল হন।শহরের বিজয় মিছিল শেষে সিটি সেন্টারের সামনে একটি চা-র দোকানে অল্প সময়ের জন্য বসেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি নেতা সুবল ভৌমিক সহ অন্যরা।সেখানে বসে চা পান করার পাশাপাশি পকোড়া খেলেন তারা।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়