সহরে বিজয় মিছিল শেষে চা-পকোড়া খেলেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা

আগরতলা : শহরে বিজয় মিছিল শেষে চা-পকোড়া খেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্তিশগড়ে বিজেপির জয়ে আগরতলায় বিজয় উল্লাস ভারতীয় জনতা পার্টির কর্মী- সমর্থকদের। রবিবার বিকেলে রাজধানীতে বের হয় সাড়া জাগানো বিজয় মিছিল। কয়েক শত নারী-পুরুষ,যুবক-যুবতী এতে শামিল হন।শহরের বিজয় মিছিল শেষে সিটি সেন্টারের সামনে একটি চা-র দোকানে অল্প সময়ের জন্য বসেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি নেতা সুবল ভৌমিক সহ অন্যরা।সেখানে বসে চা পান করার পাশাপাশি পকোড়া খেলেন তারা।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস