আগরতলা : দীর্ঘ আন্দোলনের ফসল। অবশেষে ছাঁটাই করা ১৪ জন পাম্প অপারেটরকে পুনরায় কাজে নিল আগরতলা পুর নিগম। এজন্য অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের তরফে ধন্যবাদ জানানো হয় আগরতলা পুর নিগমের মেয়র, কমিশনার, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সহ অন্যদের।সোমবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা সহ অন্যরা। আগরতলা পুর নিগমের অধীনে ১৪৪ জন পাম্প অপারেটর রয়েছেন। এর মধ্যে ১৪ জনকে ছাতাইও করা হয়। এর প্রতিবাদ জানিয়ে তাদের পুনরায় নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যায় অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ। দাবি আদায়ে ডেপুটেশনও সংগঠিত করে সংগঠন। অবশেষে দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ ছাঁটাই পাম্প অপারেটরদের পুনঃ নিয়োগ করা হল।
পুর নিগমের ছাঁটাই ১৪ পাম্প অপারেটরকে পুনরায় নিয়োগ
166
previous post