আগরতলা : প্রদেশ কংগ্রেসের কর্মসূচীতে যোগ দিতে রাজ্যে আসবেন দলের সর্বভারতীয় নেতৃত্ব প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী। পর্যায়ক্রমে তারা আসবেন ত্রিপুরায়। এনিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। প্রস্তুতি চলছে। দিন তারিখ চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে একথা জানান প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা।সদ্য ৫ রাজ্যের ফলাফল ঘোষণার পর একটা মহল থেকে ছড়িয়ে দেওয়া হয় ত্রিপুরায়দলীয় কর্মসূচীতে আসছেন না প্রিয়াঙ্কা গান্ধী। এদিন তা উড়িয়ে দেন আশিস বাবু। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে সমন্বয় বৈঠক হয়।মূলত ব্লক- জেলা স্তরে যে সাংগঠনিক বৈঠক চলছে সেসব বিষয়ে পর্যালোচনা করতেই বৈঠক। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যরা। আশিস বাবু জানান প্রিয়াঙ্কা গান্ধীর সফরকে ঘিরে বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক শুরু করেছে প্রদেশ কংগ্রেস। এদিন ধর্মনগর এবং ঊনকোটি সফরে গেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। অপরদিকে দক্ষিণ জেলা সফরে প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং,মিলন কর, মৃদুল পাটারি সহ অন্যরা।
রাজ্যে আসবেনই কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী
144
previous post