আগরতলা : জেআরবিটির মাধ্যমে বাছাই করা মেধা তালিকা থেকে ১০ জনকে নিয়োগপত্র দেওয়া হল বৃহস্পতিবার। তাদের অর্থ দপ্তরে করনিক পদে নিয়োগপত্র দেওয়া হয়।মহাকরণে অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় ১০ জনের হাতে অফার তুলে দেন। নিয়োগপত্র পেয়ে খুশি তারা। জেআরবিটির মাধ্যেমে ১৯৮০ জনকে গ্রুপ-সি পদে নিয়োগের জন্য বাছাই করা হয়। সেই মতো বিভিন্ন দপ্তর তাদের নিয়োগপত্র দিচ্ছে। ধাপে ধাপে চলছে এই প্রক্রিয়া। সবার আগে নিয়োগপত্র দেওয়া শুরু করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর।বৃহস্পতিবার দেয় অর্থ দপ্তর ১০ জনকে। এদিন মহাকরণে মন্ত্রী ১০ জনের হাতে অফার তুলে দেন। উপস্থিত ছিলেন দপ্তরের অতিরিক্ত সচিব সহ আধিকারিকরা। অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় বলেন, অন্য দপ্তর গুলি অফার বিলি করবে সহসা। তিনি বলেন, এই প্রক্রিয়া একটু দেরি হয়েছে। কর্মীরও প্রয়োজন। কর্মী নিয়োগ করা হলে কাজেরও কিছুটা সুরাহা হবে। খুব সহসাই অফার সব দিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। প্রচুর শুন্যপদ পূরণ করার প্রক্রিয়া চলছে।
অর্থদপ্তরে ১০ জন করণিকের অফার তুলে দিলেন মন্ত্রী
122
previous post