আগরতলা : পালিয়েও শেষ রক্ষা হল না। অবশেষে পুলিসের জালে উঠল দুই সন্তানের জননী মৃত্যুকাণ্ডে অভিযুক্ত মিন্টু দেববর্মা। কল্যাণপুর থানার পুলিস অভিযুক্তকে উত্তর মহারাণীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। কল্যাণপুর থানাধিন হাজারী বাড়ী এলাকার বয়স ২৭-র বধূ জেসমিন দেববর্মা ও তাঁর স্বামী নিখোঁজ হন। পরে বধূর মৃতদেহ উদ্ধার হয়।অভিযোগ দুই সন্তানের জননীকে মাটি চাপা দিয়ে রাখা হয়। অভিযোগের তীর স্বামীর দিকে।অভিযোগ ঘটনার পর থেকে পালিয়ে বেরাচ্ছিলেন অভিযুক্ত বধূর স্বামী মিন্টু দেববর্মা। কল্যাণপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে থানা এলাকার উত্তর মহারানীপুর থেকে আটক করতে সক্ষম হয়। মিন্টু দেববর্মাকে খোয়াই আদালতে সোপার্দ করা হয়। প্রাথমিক ভাবে পুলিস জিজ্ঞাসাবাদে জানতে পারেন,মিন্টু এবং জেসমিন একসাথেই নিজেদের রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন। একটা সময়ে বাড়ি ফেরা নিয়ে বচসা হয় দুইজনে। অভিযোগ তখনই উত্তেজিত হয়ে মিন্টু জেসমিনকে সাবাল দিয়ে আঘাত করে নিজেই মেরে ফেলে এবং চাপা দিয়ে রাখে।
বধূ হত্যাকাণ্ডে গ্রেপ্তার স্বামী
263
previous post