মানবাধিকার রক্ষার শপথে রাজধানীতে রেলি

DSC 0257

আগরতলা : মানুষের অধিকার রক্ষার প্রশ্নে কার্যকরী ভুমিকা নেওয়া হচ্ছে মানবাধিকার কমিশনের কাজ।কিন্তু এটা কমিশন করছে না। দায়িত্ব পালন করছে না। রবিবার বিশ্ব মানবাধিকার দিবসে এই অভিযোগ করলেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন নেতৃত্ব আইনজীবী পুরোষোত্তম রায় বর্মণ। তিনি বলেন, মানুষের অধিকার, সংবিধান, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে।যারা ধর্মের নামে ঘৃণা ছড়াচ্ছে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে তাদের বিরুদ্ধে এই দিবসে প্রতিবাদ জারি রাখার বার্তা দেওয়া হয়।প্রতিবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয় ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে। এবছরও রাজধানীতে হয় রেলি। প্ল্যাকার্ড নিয়ে রেলিতে অংশ নেন লোকজন। আক্রান্ত গণতন্ত্র, বিপন্ন মানবাধিকার, দেশ ও সংবিধান রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আগরতলা শহরে রেলি করলো ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন।রবিবার সংগঠনের তরফে ওরিয়েন্ট চৌমুহনী থেকে বের হয় রেলি।বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে হয় সভা।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়