অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে আসছেন সৌরভ গাঙ্গুলি

আগরতলা : অবশেষে রাজ্যে আসছেন ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সোমবার বিকেলে বিমানে তিনি দুই দিনের ত্রিপুরায় আসছেন। ১২ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত ত্রিপুরায় থাকবেন। ফের কলকাতায় উড়ে যাবেন। রবিবার গীতাঞ্জলী পর্যটন অতিথি নিবাসে সাংবাদিক সম্মেলনে সরকারি ভাবে একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, অধিকর্তা তপন কুমার দাস। মন্ত্রী জানান, এম বি বি বিমানবন্দরে সোমবার সৌরভ গাঙ্গুলিকে স্বাগত জানাতে দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। সুশান্ত বাবু আরও জানান, রাজ্য পর্যটনের নতুন অধ্যায় সূচনা হবে। ছোট্ট রাজ্য হলেও ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াই লক্ষ্য। মন্ত্রী সৌরভ গাঙ্গুলির সূচি জানাতে গিয়ে বলেন, বিমানবন্দর থেকে উজ্জয়ন্ত প্যালেসে যাবেন সৌরভ গাঙ্গুলি।সেখানে রাজ্য সরকারের সঙ্গে সৌরভ গাঙ্গুলির এগ্রিমেন্টের ফাইল এক্সচেঞ্জ হবে।পুর নিগমের মেয়র সংবর্ধনা দেবেন। এর পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন সৌরভ গাঙ্গুলি। রাতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মঙ্গলবার সকালে ছবিমুড়া ও রাজবাড়ি প্রাঙ্গণে শ্যুটিং এ যোগ দেবেন।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন