দীর্ঘ বছরের বেহাল রাস্তা নতুন ভাবে তৈরি করে দেওয়া হচ্ছে

Screenshot 2023 12 13 17 52 42 257 com.simplemobiletools.gallery.pro edit

আগরতলা : রাজধানীর কলেজটিলা ফুটবল মাঠ সংলগ্ন রাস্তা দিয়ে কল্যাণী, শিবনগর সহ আশাপাশ এলাকার লোকজন কলেজ মাঠে যান সকাল- বিকেল খেলাধুলা কিংবা শরীর চর্চার জন্য। তবে শুধু স্থানীয় লোকজন নয়, বিভিন্ন জায়গার পড়ুয়ারা এই রাস্তা দিয়েই কলেজে প্রতিদিন যান। কিন্তু বহু বছর ধরে বেহাল এই ইট সলিং রাস্তাটি। কোন গাড়ি চলাচল তো দূর মোটর বাইক বাই সাইকেল নিয়ে চলাচল করা কষ্টকর।  রাস্তায় কোন আলোর ব্যবস্থা নাথাক্য সন্ধ্যের পরে লোকজন এই সড়কে যাতায়াত খুব কম করেন। ফলে অসামাজিক কাজ চলে আসছে বলে অভিযোগ। এই অবস্থায় স্থানীয় লোকজন দাবি জানিয়ে আসছিলেন রাস্তাটি সংস্কার করে দেওয়ার। অবশেষে বিষয়টি স্থানীয় কর্পোরেটর ও পুর নিগমের মেয়রে গোচরে যায়। মেয়র সেখানে আলোর ব্যবস্থা করে দেন। একই সঙ্গে চলছে নতুন ভাবে রাস্তাটি তৈরির। সিসি রোড তৈরি করা হচ্ছে। বুধবার কর্পোরেটর সুখময় সাহা রাস্তাটি ঘুরে দেখেন। তিনি কাজে খুশি। পাশাপাশি জানান আর এক পক্ষকালের মধ্যে রাস্তাটি পুরোদমে তৈরি হয়ে যাবে।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব