প্রদেশ কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্ট এর সাংগঠনিক সভা আগরতলায়

আগরতলা : রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্ন বঞ্চনার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।এর থেকে পরিত্রাণ পেতে প্রদেশ কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্ট কর্মসূচী গ্রহণ করে আন্দোলনে যাবে। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে কর্মসূচী নিতে সাংগঠনিক বৈঠক। শনিবার আগরতলা জগন্নাথ বাড়ি রোডে স্টুডেন্টস হেলথ হোমে হয় হয় কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের সাংগঠনিক সভা।এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ সংখ্যালঘু নেতৃত্ব। সভার শুরুতে বাংলাদেশের বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা করতের গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, হতাশার কিছু নেই। প্রকৃতির নিয়মে অন্ধকারের পরে নতুন প্রভাত আসে। তিনি বলেন, স্বৈরাচারি মনোভাব নিয়ে গণতন্ত্রকে পদদলিত, সংবিধানকে হেয় প্রতিপন্ন করে মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। এটাই সিস্টেম। তিনি বিজেপির সমালোচনা করে মন্তব্য করেন, যারা ব্রিটিশদের দালালাই করেছে গোপন খবর পাচার করেছে। এরা জন্মলগ্ন থেকে হিন্দু মুসলমানের খেলা খেলত। তাঁর প্রশ্ন এই বিজেপি দল আজকে হয়ে গেছে রাষ্ট্রবাদী?

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি