ধীরে ধীরে জমে উঠছে বড়দিনের বাজার

আগরতলা : সামনেই বড়দিন। যিশু খ্রিষ্টের জন্মদিন। আর একে সামনে বাজারে ইতিমধ্যে চলে এসেছে সান্তা ক্লজ, ট্রি, স্টার সহ বিভিন্ন জিনিস। ধীরে ধীরে ক্রেতারাও এসব দোকানে ভিড় জমাচ্ছেন। বড়দিন বা খ্রিস্টমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায়নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। প্রতিবছর সাড়া দেশের সঙ্গে রাজ্যেও উদযাপন করা হয় বড়দিন। মূলত খ্রিস্টানদের অনুষ্ঠান হলেও জাতি- ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই বড়দিনের উৎসবের আনন্দে মেতে উঠেন। বিভিন্ন গির্জা, চার্চে যেমন অনুষ্ঠান হয়, তেমনি রাজধানী আগরতলার বিভিন্ন রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় প্রচুর লোকজন ভিড় জমান। এবছরও এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন দোকানে চলে এসেছে সান্তা, ট্রি, স্টার সহ বিভিন্ন জিনিস। তবে এখনও বাজার জমে উঠেনি। শীতের আমেজ গায়ে জড়িয়ে লোকজন কেনাকাটা ধীরে ধীরে শুরু করেছেন।এই উৎসবের আনন্দে মেতে উঠতে চাইছেন ধর্ম-বর্ণ- নির্বিশেষে সব বয়সের সব অংশের মানুষ।

Related posts

উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭২ তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে রাজ্যে অমিত শাহ

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪-এ উপস্থিত থাকবেন অমিত শাহ